ঢাকাWednesday , 25 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার শেরপুরে ভূমি কর্মকর্তা বলে কথা- ঘুষ না পেয়ে ভূয়া প্রতিবেদন দাখিল, দুদুকে অভিযোগ

    দেশ চ্যানেল
    October 25, 2023 10:42 am
    Link Copied!

    আব্দুল গাফ্ফার
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মাহবুবুল আলমের বিরুদ্ধে সরেজমিন প্রতিবেদন দিতে অর্ধ লক্ষ টাকা ঘুষ দাবী করেছেন। চাহিদামত ঘুষ না পেয়ে ভূয়া প্রতিবেদন দাখিল করায় তার বিরুদ্ধে দুদক, জেলা প্রশাসক ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন জিহাদ আলী সরকার নামের এক ভুক্তভোগী। এই উপজেলার বিভিন্ন ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে থাকলেও দেখার যেন কেউ নেই!। তাই এক হাজার একশ’ সত্তর টাকার নামজারির জন্য নিচ্ছেন সাত হাজার থেকে শুরু পনের হাজার টাকা।
    অভিযোগ সুত্রে জানা যায়, ভবানীপুর ইউনিয়নের বালেন্দা মৌজার মৃত- ওমর আলীর ছেলে জিহাদ আলী ৪২ শতাংশ সম্পত্তি চাঁন মাহমুদ সরকার ও মোছাঃ আজবাহাতুন বেওয়ার নিকট থেকে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। কিন্তু আরএস রেকর্ড ওমর আলীর নামে না হয়ে মা আমেনা বিবির নামে অন্তর্ভুক্ত হয়। ফলে আমেনা বিবি উক্ত জমি তার অপর দুই ছেলের নামে লিখে দিলে ভুক্তভোগী জিহাদ আলী বিরোধ নিস্পত্তির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে বিজ্ঞ আদালত শেরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমির নিকট তদন্ত প্রতিবেদন চাইলে তিনি ভবানীপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহবুবুল আলমকে দায়িত্ব অর্পন করেন। তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেন, “বাদির পিতা মোঃ ওমর আলী উক্ত সম্পত্তি চান মাহমুদ সরকারের নিকট থেকে ক্রয় করিলেও ওমর আলী বা তার পুত্রদের নামে কোন আর এস রেকর্ড প্রস্তুত হয় নাই। সরেজমিনে তদন্তকালে দেখা যায় আর,এস রেকর্ডের মালিক আমেনা বিবির নিকট হতে বিবাদী উক্ত সম্পত্তি ক্রয় করে বাড়ী ঘর নির্মাণ করে উক্ত সম্পত্তি দখল ভোগ করিতেছেন। তদন্তের সময় সরেজমিনে উপস্থিত লোকজনদের নিকট থেকে আরো জানা যায়, উক্ত সম্পত্তিতে বাদীর কোন দখল নাই। সম্পূর্ণ সম্পত্তি বিবাদী আবু বকর দিং উক্ত সম্পত্তি ভোগ দখল করেন।” তার এই তদন্ত প্রতিবেদন বাদি বিজ্ঞ আদালতে না রাজির আবেদন করলে বিজ্ঞ আদালত পুনরায় শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে পুনরায় তদন্ত প্রতিবেদন দিতে বলেন। পরবর্তীতে সহকারি কমিশনার ভূমি একটি প্রতিবেদন দাখিল করেন যেখানে ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলমের প্রতিবেদন মিথ্যা প্রমানিত হয়।
    এ বিষয়ে ভুক্তোভোগী জিহাদ আলী বলেন, “তদন্ত প্রতিবেদন তৈরির আগে ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলম তার কাছে থেকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই টাকা না দেয়াতে তিনি উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন এবং আমার মামলা প্রভাবিত ও ক্ষতিসাধন করার চেষ্টা করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্ত ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলম জানান, ‘আমি কোন ঘুষ খাইনা। তবে আমার ওখানে যারা কম্পিউটারের কাজ করে বাদশা ও নাঈম টাকা নেয়। আমি লোকজনের কাছ থেকে শুনে প্রতিবেদন দিয়েছি।’
    এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST