ঢাকাFriday , 20 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মীসভা

দেশ চ্যানেল
October 20, 2023 12:19 pm
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মীসভা শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের উপজেলা কমিটির সভাপতি নাছরিন আক্তার পুটির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সভাপতি মিসেস লাভলী রহমান। তিনি বর্তমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছেন। এতে করে সব নিত্যপণ্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় তাদের নাভিশ্বাস উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে ভয় পাচ্ছেন। একতরফা নির্বাচন করে আবারো ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন। কিন্তু এবার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আগামি কয়েকদিনের মধ্যেই আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে। বিএনপি ঘোষিত সব আন্দোলন কর্মসূচি সফল করতে উপস্থিত মহিলা দলের নেতাকর্মীদের মাঠে থাকার শপথ বাক্য পাঠ করান তিনি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব শফিকুল আলম তোতা, রফিকুল ইসলাম মিন্টু, আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, হাফিজুর রহমান হাফিজ, বদিউজ্জামান বদি, আব্দুল লতিফ, জেলা মহিলা দলের নেত্রী এ্যাড. রহিমা খাতুর মেরী, মনিয়া জাহান খান, উপজেলা মহিলা দলের নেত্রী আফরোজা আক্তার ডিনা, শেফালী ঘোষ, শাহনাজ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত উপজেলা ও পৌর কমিটির নেতাদের পরিচয় করে দেন দলের জেলার নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST