ঢাকাSaturday , 1 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে রমযানের পবিত্রতা রক্ষার্থে বিক্ষোভ।

দেশ চ্যানেল
March 1, 2025 5:50 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে রমযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শহরের বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধুনট মোড় এলাকায় সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন সংগঠনের নেতা-কর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া-৫ আসনের মনোনীত প্রার্থী ও শেরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা দবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর নাজমুল হক, সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ  নাসিম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিসুর রহমান,শফিকুল ইসলাম, শাহিন আলম ,আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, বাইতুল মাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারী মোঃ ইফতেখার আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম শেরপুর  পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল খালেক, উপজেলা জামায়াতের অফিস সহকারী বজলুর রহমান ,উপজেলা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম সাখাওয়াত, শাহ আলম সোহান প্রমুখ। মিছিলে স্লোগান ছিল, আহলান সাহলান-মাহে রমাদান, রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে, মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচাবিক্রি চলবে না, চলবে না। খোলাবাজারে চায়ের দোকান চলবে না, চলবে না। মাহে রমজানের আগমন-শুভেচ্ছা স্বাগতম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST