আব্দুল গাফফার শেরপুর(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত শিবির নেতা রাফিউল ইসলামের দাফন সম্পূর্ণ হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটায় জানাজা শেষে তার নিজ গ্রাম শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত রাফিউল ইসলাম ওই গ্রামের রেজাউল করিমের ছেলে। গত শুক্রবার বিকেল ৩ টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ডে শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে বিক্ষাভ মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় অরিন ট্রাভেলসের বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাফিউল শেরপুর শহীদীয়া আলীয়া কামিল মাদ্রাসা হতে আলিম পাশ শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। সে ইসলামী ছাত্রশিবিরের সাথী ও শেরপুর শহর ৫ নং ওয়ার্ড শিবিরের দায়িত্ব পালন করছিলেন। তার জানাজা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

