আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫জানুয়ারি) দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাব এলাকায় ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটি বগুড়ার জেলা সংগঠক খন্দকার মিদুল হোসেন। এসময় জাতীয় নাগরিক কমিটির শেরপুর উপজেলা সংগঠক রাশেদ সাহাদাত তাকবির, আইয়ুব আলী, আব্দুল আলীম, অধ্যাপক কেএম শফিউল্লাহ, রাসেল আহমেদ, ওমর ফারুক, আব্দুর রহিম, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পান্নাসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা-স্লোগানকে সামনে রেখে ওই কর্মসূচিতে বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত সাত দফা দাবি অন্তর্ভুক্ত করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। পাশাপাশি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে সহযোগিতার আহবান জানান নাগরিক কমিটির নেতারা।