ঢাকাMonday , 7 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার শেরপুরে হামলা-ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

    দেশ চ্যানেল
    October 7, 2024 3:27 pm
    Link Copied!

    আব্দুল গাফফার শেরপুর( বগুড়া) প্রতিনিধি

    বগুড়ায় বিএনপির মিছিল ও দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলা-ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরে সন্ধ্যায় তাঁকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আ.লীগ নেতা গৌরদাস রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতার দায়ের করা ওই মামলায় আসামি হিসেবে আওয়ামীলীগের সাবেক দুই এমপি, তাঁদের পুত্র ও ব্যক্তিগত সহকারিসহ (পিএস) আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আরো ১৪১জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো অনেককে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিএনপির ওই মামলায় কোনো সাধারণ নিরাপরাধ মানুষকে হয়রানি করা হবে না। তবে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST