ঢাকাFriday , 23 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারি : গ্রেফতার-১ 

    দেশ চ্যানেল
    February 23, 2024 5:53 am
    Link Copied!

    মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি,

    বগুড়ার আদমদীঘির সান্তাহার স্টেশন রোড এলাকা থেকে ট্রেনের টিকিট উচ্চমূল্যে বিক্রির সময় শাহরুল ইসলাম গোলাপ (৩০) নামের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত শাহরুল ইসলাম নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়ার শেখপুরা গ্রামের গোলাম মোস্তফার পুত্র।

    পুলিশ জানায়, বুধবার রাতে পুলিশ জানতে পারে স্টেশন রোডে অবস্থিত অনলাইন পয়েন্ট নামের একটি কম্পিউটারের মাল্টিমিডিয়া দোকানে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কালোবাজারে টিকিট বিক্রি করার সময় শাহরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছে বিভিন্ন ট্রেনের বিভিন্ন তারিখের ২৩টি আসনের ১৪টি অনলাইন টিকিট এবং কম্পিউটারে বিভিন্ন ব্যক্তির ৯০টি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় এবং একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।

    এদিকে, ওসি মোক্তার হোসেন বলেন, অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST