ঢাকাMonday , 27 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সেউজগাড়ী পালপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দেশ চ্যানেল
October 27, 2025 4:52 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে শহরের সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরে যাওয়ার একটি রোডে এ হত্যার ঘটনা ঘটে। নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। হত্যাকান্ডের পর সেখানে মোটর সাইকেল দুটি পড়েছিল। এরমধ্যে একটি মোটর সাইকেলের হেডলাইট কভারে আইনজীবী স্টিকার লেখা ছিল।

এদিকে স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরে যাওয়ার সরু একটি রোডে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পথচারীরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এগিয়ে যান।

স্থানীয় এক যুবক বলেন, সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় এক যুবক সেখানে রাস্তার ওপর পড়ে আছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়েছে। তার পড়নে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা ও মুখে দাঁড়ি ছিল। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়া হয়। সেইসাথে সদর থানা ও স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে জানান হয়।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST