স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া কাহালু উপজেলা কালাই ইউনিয়ন এর পিলখুঞ্জ চকপাড়া গ্রামের সুদের টাকা আদায়কে কেন্দ্র করে বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মোঃ সেলিম একই এলাকার রাজু কাছে থেকে ২৮ হাজার টাকা সুদের উপর নেয়। পরবর্তী তে ২৮ হাজার টাকা পরিশোধ করে। কিন্তু সুদের ৭ হাজার টাকা পরিশোধ করার জন্য আরো একটি দিন সময় চায়। কিন্তু দাদন ব্যবসায়ী রাজু সময় নিতে নারাজ। তখন কথা কাটাটির এক পর্যায়ে দাদন ব্যবসায়ী রাজু বাহিনীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সেলিমের বাড়ির সদস্য দের গায়ে হাত তোলে এবং অস্ত্র মুখে জিম্মি করে বাড়িঘর লুটপাট করে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
এদিকে ক্ষতিগ্ৰস্থ পরিবার বলেন, তারা তাদের শরীরের কাপড় টুকু ছাড়া তাদের আর কিছুই নাই। না খেয়ে অনাহারে তাদের দিন কাটতেছে। বাড়িঘর ছেড়ে তাদের পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে। দাদন ব্যবসায়ী রাজুর সন্ত্রাসী বাহিনীর লোকজন এখনো তাদের মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়েই যাচ্ছে।
ভুক্তভোগী সেলিম আরো বলেন, এতে করে তাদের প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তার মেয়ের বিবাহের জন্য কিছু গহনা, নগদ অর্থ লুট করেছে দাদন ব্যবসায়ী রাজু বাহিনীর সন্ত্রাসীরা ।
এ বিষয়ে কোর্টে মামলার প্রস্তুতি চলছে ।