মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া –
শনিবার (২৫ জানুয়ারি ) বগুড়ার টিটু মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডক্টর মুহাম্মাদ শাহজাহান মাদানী। ড. আবু সালেহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডক্টর আবু ইউসুফ খান ও সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক আহমদ ও বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকার, জামিয়া ইসলামিয়া আল আকাবা’র অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা আলমগীর হোসাইন,অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল বাছেত, অধ্যক্ষ ইসমাইল হোসেন,অধ্যক্ষ আ ন ম ইয়াহইয়া ,অধ্যক্ষ নুর আলম, মাওলানা ইউনুস আলী প্রমুখ।
সম্মেলন শেষে মহাস্থান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিককে সভাপতি ও কল্যাপাড়া মাদরাসার প্রভাষক ড.আবু সালেহ মামুনকে সেক্রেটারি করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি বলেন মাদরাসার তথা কুরআন শিক্ষার আন্দোলন যারাই নস্যাৎ করতে চেয়েছিলে তারাই আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ফাসিস্টরা কোন দিন কুরআনের আন্দোলনকে ফুঁ দিয়ে নিভাতে পারবে না। সাধারন মানুষের মাঝেও কুরআনের দাওয়াত পৌঁছাতে হবে। দেশকে কল্যাণমুখী ইসলামী রাস্ট্রে পরিণত করতে সকল শিক্ষকদের একযোগে কাজ করার আহবান জানান।
পরে, সম্মেলন শেষে এক র্যালী শহর প্রদক্ষিণ করে।