স্টাফ রিপোর্টার, বগুড়া
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৭০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত ৭ জুলাই রাত ১০টা ৩৫ মিনিটে ডিবি বগুড়ার একটি টিম নন্দীগ্রাম থানাধীন রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
১। মোঃ শামিম আহম্মেদ সবুজ (২৮), পিতা-মোঃ রবিউল ইসলাম ওরফে ভোট, মাতা- শামসুনাহার বেগম, গ্রাম- দুরুলিয়া মৃধাপাড়া।
২। মোঃ শিবলু (২৮), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ বিলকিস আকতার, গ্রাম- জোকা মোল্লাপাড়া।
৩। মোঃ রফিকুল ইসলাম (২৮), পিতা- শেখ রিয়াজুল ইসলাম, মাতা- মোছাঃ নবিজ্ঞান বেগম, গ্রাম- বেতগাড়ী লিচুতলা।
তিনজনই বগুড়ার শাজাহানপুর থানা নিবাসী। অভিযানে তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃত দের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।