মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি :
আজ ২০ সেপ্টেম্বর বুধবার বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সম্মানিত বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, এখানে মাদকের ডোপ টেস্ট করা হবে, যা পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয়।
তিনি আরও বলেন , মাদকদ্রব্য গ্রহণে মানুষকে নিরুৎসাহিত ও প্রতিরোধ করতে জেলাজুড়ে এ কার্যক্রম চালানো হবে। এই টেষ্টে পজিটিভ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আমরা আশা করছি এর মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি হবে এবং আমরা মাদকমুক্ত বগুড়া জেলা গড়ে তুলতে সক্ষম হবে বলে জানিয়েছেন তিনি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল, বগুড়া ও হাসপাতালের কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।