স্টাফ রিপোর্টার, বগুড়া
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী মোছাঃ বন্যা বেগম (৩১) গ্রেফতার হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সদর থানাধীন নামাযগড় মক্কা মসজিদের সামনে একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে র্যাব।
গ্রেফতারকৃত বন্যা বেগম বগুড়া সদর থানার মালগ্রাম এলাকার মিরাজ মিয়ার স্ত্রী ও মোঃ সাজু কসাইয়ের কন্যা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো সে। পরে গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এ তৎপরতা আরও জোরদার করা হবে।