ঢাকাFriday , 10 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হাসান ববি গ্রেফতার।

দেশ চ্যানেল
October 10, 2025 5:22 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

৯ অক্টোবর (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বগুড়া ডিবির একটি বিশেষ টিম।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জানা গেছে , ওবাইদুল হাসান ববি (৫৬), পিতা মৃত ইসহাক আলী, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২১ সালে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

বগুড়া জেলা পুলিশের সূত্র জানিয়েছে, চলমান বৈষম্য বিরোধী আন্দোলন কালে বগুড়ায় সংঘটিত সহিংসতা, সরকারি স্থাপনায় হামলা ও সাধারণ নাগরিকদের ওপর নিপীড়নের ঘটনায় তার নেতৃত্বে কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে।

ডিবি সূত্রে জানা গেছে, ববির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আজ (১০ অক্টোবর) বগুড়ায় আদালতে তোলা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST