স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জার্মানিতে তৈরি একটি অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ দল শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সাজ্জাদ হোসেন (২৭) নামে এক ব্যক্তির বাড়ির পাশের একটি ডোবা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সাজ্জাদ হোসেন আহাদ আলীর ছেলে বলে জানা গেছে।
সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি জার্মানিতে তৈরি। অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

