স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু ছাঈদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-০১/০৯/২০২৫ তারিখ রাত ১১.২০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীণ রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজ এর পূর্বপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের শ্যামলী কোচ যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬ নং বাসের সামনের বক্সের মধ্যে (ক) একটি রেকসিন কাপরের ব্যাগ যাহার বেগুনী, গোলাপী ও কালো রং মিশ্রীত ব্যাগের মধ্য লাল পলিথিনের কাজগের মধ্য কসটেপ দ্বারা মোড়ানো ০৫ কেজি গাঁজা এবং উক্ত ব্যাগের উপরেই রাখা (খ) লাল পলিথিনের কাজগের মধ্য কসটেপ দ্বারা মোড়ানো বান্ডিল আকাড়ে ০৫ কেজি গাঁজাসহ আসামী-
১। বিপ্লব কুমার দাস (৩৫), পিতা- শ্রী বিনয় চন্দ্র , সাং-বনগ্রাম উত্তর, থানা- বেড়া, জেলা- পাবনা,
২। মোঃ আলতাব হোসেন (৩৯), পিতা-মোঃ পরশ উল্লাহ সরকার, মাতা- মমতাজ বেগম, সাং- বিলকলমি, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জদ্বয়ের রেখে দেওয়া সর্বমোট ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ধৃত আসামী বিপ্লব কুমার দাস এর বিরুদ্ধে পূর্বেও নিম্ন বর্নিত মামলা রহিয়াছে।