স্টাফ রিপোর্টার, বগুড়া
সোমবার (২৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে ২০০২ সালে সংঘটিত আলোচিত আনারুল ইসলাম হত্যা মামলায় আদালত এক আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং ১ লক্ষ্য টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির উঠানে পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে আসামি আজিজার রহমান তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন চিৎকার শুনে ছুটে এসে আজিজারকে রক্তমাখা ছোরাসহ হাতে নাতে আটক করে।
বহুদিন সাক্ষীদের হাজিরা না থাকায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়লেও অবশেষে মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর মাননীয় বিচারক রাজু আহমেদ।
রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে।
আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে প্রদান ও অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।