মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়া জেলার শেরপুর থানার মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ০৩ (তিন) গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন নামের ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৫) পিতা-মৃত বিল্লাল হোসেন ,সাং ঘোষপাড়া,থানা শেরপুর , জেলা বগুড়া।
জানা গেছে, বগুড়া জেলার শেরপুর থানার এস আই মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৪ ডিসেম্বর ১৬.৩০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ২ নং গাড়িদহ ইউপির অন্তর্গত ফুলবাড়ী গ্রামস্থ জনৈক রনজু মিয়ার ফার্নিচারের দোকানের সামনে রাস্তার উপর হইতে ০৩ (তিন) গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন কে আটক করে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ২৫ ডিসেম্বর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।