ঢাকাTuesday , 17 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়া শেরপুরে কার্ভাডভ্যানের ধাক্কায় মাংস ব্যবসায়ী নিহত, চালকসহ ঘাতক কার্ভাডভ্যান আটক

    দেশ চ্যানেল
    October 17, 2023 12:09 pm
    Link Copied!

    আব্দুল গাফ্ফার
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুরে কার্ভাডভ্যানের ধাক্কায় এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের হাসপাতাল রোড খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. আলহাজ্ব বেল্লাল হোসেন (৫৭)। তিনি পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে বেরিকেড সৃষ্টি করে ঘাতক কার্ভাডভ্যান (ট্রাক নং-ঢাকা মেট্র ইউ-১১-১৫৭২) ও তার চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক চালকের নাম শরিফুল ইসলাম (৩৪)। সে নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
    শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেল্লাল হোসেন পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি স্থানীয় চান্দাইকোনা বাজার থেকে কয়েকটি ছাগল (খাসি) কিনে অটো ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের হাসপাতাল রোড খেজুরতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পুর্ব দিক থেকে আসা একটি কার্ভাডভ্যান ওই অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে তিনি মাথা ও গলার বামপাশে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পরপরই চালকসহ ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করা হয়েছে। সেইসঙ্গে এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST