ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়া শেরপুরে সাংবাদিককে হত্যার চেষ্টা

    দেশ চ্যানেল
    January 10, 2024 3:06 am
    Link Copied!

    আব্দুল গাফফার
    শেরপুর বগুড়া প্রতিনিধি

    বগুড়ার শেরপুরে মধ্যরাতে বাড়িতে ঢুকে সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণকে হত্যাচেষ্টা চালানো হয়েছে।সোমবার (০৮জানুয়ারি) দিনগত রাত দুইটার পর শহরের গোসাইপাড়ার নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটে।দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ওই সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার (০৯জানুয়ারি) বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, আনন্দ টিভির সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ তার বাড়ির নির্মাণ কাজ করছেন। মঙ্গলবার রাত দুইটার পর বালুর একটি ট্রাক আসে। এসময় তিনি বাড়ি থেকে বের হয়ে মেইন গেইট লাগিয়ে দিয়ে বালু নামাতে যান। কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর আবার বাড়িতে ফিরে তার বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পান। এতে তার সন্দেহ হয়। ভিতরে ঢুকে তার ঘরে ৩০ বছর বয়সী এক যুবককে দেখতে পান। বাধনের উপস্থিতি বুঝতে পেরেই ওই যুবক বাধনকে লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে মারতে থাকে ও এক পর্যায়ে তাকে বাইরে টেনেহিচরে বের করার চেষ্টা করেন। তার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যান। আহত সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ বলেন, অজ্ঞাত ওই ব্যাক্তি আমার ঘরে রাখা দশ হাজার টাকা ও কিছু ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে গেছে। তবে সাধারণ চোর মনে হয়নি। চোর হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু সে আমাকে উপর্যপুরি আঘাত করে গুরুতর আহত করেছে। এছাড়াও সে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাই আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়ে থাকতে পারে। রাত গভীর হওয়ায় প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে সকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।জানতে চাইলে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী জানান, আহত বাধন কর্মকার কৃষ্ণকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাম পায়ের গোড়ালির হাড় ফেটে গেছে ও ডান পায়ের গোড়ালিও ফুলে গেছে। এছাড়া তার দুই হাঁটু, কুনই, মাথা সহ সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মো. রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আমারা অজ্ঞাত ওই ব্যাক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে দাবি করেন তিনি

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST