স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া সদরকোর্ট থেকে পলাতক হত্যা মামলার আসামি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
গত ২২ সেপ্টেম্বর দুপচাঁচিয়া থানার মামলা নং- ০৮, তারিখ: ১০-০৭-২৫ খ্রিঃ, ধারা- ৩৯৪/৩০২/৩৪ দণ্ডবিধির মূল আসামি মোঃ রফিকুল ইসলাম রফিক (পিতা- আকন্দ, সাং- বশিকোড়া চকপাড়া, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া) হাজিরার জন্য জেলা কারাগার বগুড়া হতে প্রিজন ভ্যানে করে চীফ জুডিশিয়াল আদালত বগুড়ায় আনা হয়।
গতকাল (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫৫ মিনিটে আদালতের দোতলার হাজতখানা থেকে অন্যান্য আসামিদের সাথে তাকে কারাগারে ফেরত নেওয়ার সময় সিঁড়ি থেকে নীচে নামার পথে কৌশলে পালিয়ে যায় রফিক। ঘটনাটি প্রকাশ পাওয়ার পরই জেলা ডিবি ও থানা পুলিশ যৌথভাবে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।
অবশেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫ ) রাত ৯ টা ৫ মিনিটে আদমদীঘী থানাধীন বাগিচাপাড়া এলাকা থেকে পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করতে সক্ষম হয় দুপচাঁচিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।