ঢাকাWednesday , 16 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সদর উপজেলায় পেয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ।

দেশ চ্যানেল
July 16, 2025 12:06 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া-

২০২৪-২৫ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া সদর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল ওয়াজেদ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে পেঁয়াজ উৎপাদনের জন্য ১ বিঘা জমিতে চাষের জন্য মোট ৮০ জন কৃষকদের মধ্যে জন প্রতি ১ কেজি বীজ, এমওপি স্যার ২০ কেজি, ড্যাপ সার ২০ কেজি, কীটনাশক ও চারা তৈরির জন্য পলিথিন পেপার এবং ৬ থেকে ৮ মাস ৩০০ মন পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রায়হান উপজেলা প্রাণিসম্পদ অফিসার, মোঃ হারুনুর রশিদ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার, মোঃ আল মাহমুদ সরকার উপজেলা আইসিটি অফিসার, মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার সহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST