ঢাকাFriday , 12 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়া সাতমাথায় ট্রাফিক পুলিশকে পিটিয়ে, বাবা-ছেলে কারাগারে-

    দেশ চ্যানেল
    January 12, 2024 12:41 pm
    Link Copied!

    মিলন হোসেন,
    বগুড়া জেলা প্রতিনিধি-

    বগুড়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও তার বাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    আজ শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার ১১ জানুয়ারি বিকাল পৌনে ৫টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মারধরের ঘটনা ঘটে।

    এ সময় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ী এলাকার সাইদুল ইসলাম প্রামাণিক এবং তার ছেলে রিমন প্রামাণিক ওরফে ইমন।

    বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকার এলজি শোরুমের সামনের রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় চালক রিমন একটি অটোরিকশা রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠাচ্ছিল। তখন দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মিলন অটো রিকশাটি কে সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে ওঠে এবং তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে।
    একপর্যায়ে রিমন ও তার বাবা এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মিলনকে। এতে পুলিশ সদস্যের বাম হাতে, বাম পায়ে হাঁটুর নিচে ও বাম কাঁধে গুরুতর জখম হয়।
    পরে, ঘটনার সময় লোকজনের সহযোগিতায় অটোরিকশা চালক রিমন ও তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবতীতে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়।

    পরে বাবা ও ছেলেকে আদালতে হাজির করলে তাদের দুজনকে কারাগারে পাঠান আদালত বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST