ঢাকাSunday , 7 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া -৬ আসনে নৌকা প্রার্থী রাগেবুল আহসান রিপু বিপুল ভোটে জয়ী –

দেশ চ্যানেল
January 7, 2024 5:18 pm
Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া- ৬ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু।

১৪৪ টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে ২২হাজার ৮৪০ভোট পেয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ ১০ হাজার ১৭৯ ভোট, জাপার আজিজ আহম্মেদ ৮৬২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির শহিদুল ইসলাম ৩৭১টি ভোট পেয়েছেন।

বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন জানান,  বগুড়া-৬ আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST