নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়েনের আমতলা নদীতে মাছ ধরে হাজার হাজার লোক জীবিকা নির্বাহ করে আসছে, হঠাৎ করে নদীটিতে ইজারা দেওয়া হয়, যার কারনে সাধারন জন গন নদি থেকে মাছ ধরতে পারছে না এর ফলে সমস্যায় আছে মৎস জিবি সাধারন মানুষ এবং আমতলা গ্রামের আওয়ামীলীগ নেতা চয়ন রায় বলেন ইজারা গ্রহিতা গন নদিতে নেট, বাসের পাটা দিয়ে ঘের করে মাঁছ ছাড়ার পরিকল্পনা করছে, নদিতে ঘের করলে যেমন মৎস্যজীবীদের ক্ষতি হবে তেমন কৃষকেরও প্রচুর ক্ষতি হবে, রবি মৌসুমে তরমুজ সহ বিভিন্ন রবি ফসলের ভীষণ ক্ষতি হবে, চাষীদের বেশির ভাগ জলের জোগান পায় আমতলা নদী থেকে এই এলাকাবাসীর এক মাত্র ভরসা আমতলা নদী,নদী যদি ঘের হয় তাহলে হাজার হাজার তরমুজচাষি ক্ষতিগ্রস্ত হবে, কৃষি বান্ধব বাংলাদেশ, যেখানে মাননীয় প্রধান মন্ত্রী কৃষি কাজে সার্বিক সহোযোগিতা করছে, সেখানে কিছু অসাধু চক্র নিজেদের সার্থে এলাকার সাধারন জনগনের ক্ষতি সাধন করতে চায়,নদীতে ঘের হলে রবি মৌসুমে নদী থেকে জল নিয়ে ফসলে দিতে পারবে না,এজন্য এলাকাবাসীর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি অবিলম্বে আমতলা নদীর ইজারা মুক্ত করা হোক।