নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় ৪ নং সুরখালি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুন অর রশিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী,মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের নৌকার প্রার্থী সাবেক সংসদ ননী গোপাল মন্ডল।এসময় আরো উপস্হিত ছিলেন জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক নব কুমার চক্রবর্তী, নিমাই চন্দ্র রায়,এ্যাডঃ ফরিদ খান,সরদার আবু সালেহ,
দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক সম্পাদক বিনয় রায়সহ জেলা,দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ মুনছুর আলী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়,পল্লব বিশ্বাস রিটু,শেখ ওবায়দুর রহমান,শেখ যুবরাজ,
ছাব্বির হোসেন,মিহির মন্ডল,জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,শেখ রাসেল কবির, রফিকুর রহমান রিপন,চয়ন বিশ্বাস,রবীন দত্ত,এ্যাডঃ কামরুল ইসলাম,সরদার সাকির হোসেন,রিয়াজুর রহমান রিপন,অনুপম মন্ডল, আজিজুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ ও হাজার হাজার জনগন উপস্থিত ছিলেন।