তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি :
খুলনার বটিয়াঘাটায় ৭তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণকারী সুকদাড়া গ্রামের শ্যামাপ্রসাদ হালদারের ছেলে পল্লব হালদার(২২) ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে উপজেলার থানার মোড়ে গত ২০ ফেব্রুয়ারি সকালে মানব বন্ধন কর্মসূচি পালন করেন সেচ্ছাসেবী সংগঠন নিজেরা করি ও এলাকাবাসী।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেন। মানব বন্ধনে বক্তরা বলেন,অবিলম্বে ধর্ষণকারী ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।গত ১৪ ফেব্রুয়ারি স্বরস্বতি পূজা দেখতে গেলে রাত আনুমানিক ১০টার সময় ধর্ষক ও তার সহযোগীরা ঐ ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে পাশের ফাঁকা বিলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।মেয়েটির আত্মচিৎকারে লোকজন ছুটে আসলে ধর্ষক পল্লব হালদার তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি বটিয়াঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।মামলা নং ১৫/২৪।ধর্ষনের শিকার ঐ ছাত্রী খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন,এ ঘটনায় এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।তবে আমাদের অভিযান অব্যহত রয়েছে।আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যতদ্রুত সম্ভব আসামীদের আইনের আওতায় আনা হবে।