নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উজেলার আমতলা নদীর উপর তৈরী কাঠের ব্রীজটি একমাত্র পারাপারের সম্বল গোন্ধামারী বাসির, গঙ্গারামপুর বাসি অসিত বলেন আজকে আমি গোন্ধামারী যেতে গীয়ে ফেরত আসি ব্রীজ পার হতে সাহস পেলাম না অতি দ্রুত ব্রীজটি মেরামত প্রয়োজন,
শেখর রায় বলেন আমি ভ্যান গাড়ি নিয়ে পড়ে গেছিলাম,প্রকাশ মহালদার বলেন প্রত্যেক দিন ভ্যান নিয়ে পার হতে গেলে, বাড়ি থেকে আমার বাবার সহোযোগিতায় ভ্যান পার করতে হয়, তাই জরুরি ভাবে ব্রীজ টি ঠিক করা প্রয়োজন,না হলে প্রত্যেক দিন ভ্যান মটর সাইকেল নিয়ে বিপদে পড়ছে এলাকাবাসি।
সস্প্রতি ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আসলাম হালদার দেশ চ্যানেলকে বলেন সপ্তাহ খানেকের ভিতরে ব্রীজ টি মেরামতের ব্যাবস্থা করছি কিন্তুুু বর্তমান ব্রীজ টি চলাচলের অনউপযোগী হওয়ায়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনিন কালি মন্দির ও গোন্ধামারী সার্বজনিন রাধা মন্দির, দূর্গা মন্দিরের সাবেক প্রতিষ্ঠাকালিন সভাপতি নিত্যানন্দ মহালদারের সহোযোগীতায় ও লেনিন মন্ডলের সেচ্ছাশ্রমে খনো স্থায়ীভাবে ব্রীজটি চলাচল করা সম্বভ হয়েছে,একথা, কালিদাস মহালদার ও জয়ান্তি রায় দেশ চ্যানেলকে বলেন, আরো শিক্ষক চন্দন সরকার বলেন, চেয়ারম্যান আসলাম হালদার বলেছেন গাছ কাটা হয়েছে অতিদ্রুত ব্রীজটি স্থাহি ভাবে মেরামত করাহবে।