ঢাকাThursday , 31 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

বদলগাছীতে এলাকাবাসির উদ্যােগে তালবীজ রোপণ।

দেশ চ্যানেল
October 31, 2024 3:53 pm
Link Copied!

মোঃ মাহবুব আলম শাওন বদলগাছী উপজেলা প্রতিনিধি।

নওগাঁর বদলগাছীতে বজ্রপাত মোকাবেলা ও রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উষা সমবায় সমিতির সৌজন্যে তালবীজ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় বদলগাছী উপজেলার গোড়শাহী চারমাথা মোড় থেকে জাইজাতা রাস্তার প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় দুই পাশে সাড়ে চার হাজার তালবীজ রোপণের কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস, বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া সহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।

এ সময় থানার অফিসার ইনচার্জ মো শাহজাহান আলী এলাকাবাসির এমন উদ্যােগকে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। অনাবৃষ্টি, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে দেশে প্রতিবছর শত শত লোক মারা যাচ্ছে। আর এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা দুর্যোগ মোকাবেলা করতে তালগাছের গুরুত্ব অপরিসীম।

জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং বজ্রপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যে এলাকায় তাল গাছ আছে সে এলাকায় বৃষ্টিপাত হবে।

এছাড়া তাল গাছ খরা মোকাবেলা ও বজ্রপাত নিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তালের চারা রোপনের মাধ্যমে এই রাস্তায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেশের খরাপ্রবণ এলাকায় অধিক পরিমাণে তালের চারা রোপনের ফলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। এতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST