ঢাকাSunday , 23 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বদলগাছীতে গোয়াল ঘরে গরু পুড়ে দুই লক্ষ টাকা ক্ষতি।

    দেশ চ্যানেল
    February 23, 2025 2:17 pm
    Link Copied!

    বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম শাওন

    নওগাঁর বদলগাছীতে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে তিন টি গরু। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    আজ রবিবার (২৩শে ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে সামাদুল ইসলামের গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত মোকসেদ আলী মন্ডলের ছেলে সামাদুল ইসলাম গোয়ালঘরে প্রতি রাতের মতো মশার কয়েল জ্বালান। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। আগুন দ্রুত গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ীর লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সামাদুলের ৩টি গরু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও সামাদুল গোয়াল ঘরের আগুন নিভাতে গিয়ে নিজেও দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    ক্ষতিগ্রস্ত সামাদুলের ছেলে সাকিব হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার বাবা কৃষি কাজ করে। আমাদের সম্বল এই ৩টি গরু। গরু বিক্রয় করে আমাদের সংসার চলে। এখন আমরা কি দিয়ে সংসার চালাবো।

    স্থানীয় ইউপি সদস্য খাজা মদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় সামাদুলের অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গভীর রাতেই আগুন লাগায় এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস আসে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

    উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST