মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ. বরিশাল. প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবির পণ্য বিশেষ করে চাল ও ফ্যামেলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
টিসিবির পন্য পাওয়া কয়েকজন ভুক্তিভোগী জানান, নির্ধারিত ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও, বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৯-৮ কেজি ! অর্থাৎ, প্রতি ব্যাগে ১ থেকে ২ কেজি করে চাল কম পাচ্ছেন গ্রাহকরা!
বিভিন্ন সময়ে এমনই হয়েছে উল্লেখ্য করে তারা বলেন, আমরা ডিলার ও পরিষদে এ বিষয়ে জানালে তারা বলে চাল আনা নেয়ার ক্ষেত্রে পড়ে যায়, আবার দেয়ার সময় অনেক ভিক্ষুক আসে তাদেরকে তো আর ফিরিয়ে দেয়া যায় না এজন্য কম হয়। গ্রাহকরা বলছেন সরকার নির্ধারিত মূলে টাকা দিয়ে পণ্য কিনে কম নেব কেন।
এছাড়া ও ফ্যামেলি কার্ডে পণ্য বিতরণের অভিযোগও পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ ভুক্তভোগীদের।