মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জে,উপজেলা, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত করা হয়েছে।
জানা যায়, মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন ৯ নং চুনারচর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার এর উপর রাধের আধারে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল ১৩ মে (মঙ্গলবার) রাতে এই হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলার সাথে জড়িত সেই বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। প্রথমে আহত মনিরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।