মোঃ মশিউর রহমান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী পক্কজ নাথের অনুসারীদের বিরুদ্ধে নৌকার প্রার্থী (আদালতে প্রার্থীতা স্থগিত) বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহম্মেদের সমর্থক শাহাবুদ্দিনের দু হাতের রগ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউসুফ মিয়া নামের আরেক কর্মী। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে হিজলা- গৌরবদী এলাকার সাওয়ার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা জানান, আসন্ন নির্বাচনে তারা নৌকার প্রার্থী সাম্মী আহম্মেদের পক্ষে এতোদিন কাজ করে আসছিলেন। সম্প্রতি শাম্মী আহম্মেদ নির্বাচনে আসতে না পারায় তাদেরকে পস্কজ নাথের সমর্থক অনুসারীরা ঈগলের পক্ষে কাজ করার কথা বলে। তাদের সেই কথা না রাখার জেরে শুক্রবার রাত ৮ টার দিকে শাওয়ার বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে ঈগলের নেতাকর্মীরা তাদের ওপর আক্রমণ করে হাতের রগ কেটে দেয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ব্যাপারে হিজলা থানা অফিসার ইনচার্জ যুবায়ের আহম্মেদ বলেন, এ ঘটনায় ৪ জনের এজাহার নামীয় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। বাকি ২ জনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।