মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের হিজলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ সোমবার ভোররাত ৩টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার এলাকার মেঘনা নদীর পাড়ে নৌকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের পরিচয় শনাক্ত হয়নি বলে জানায় নৌপুলিশ।
নৌপুলিশ জানায়, গতরাতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে একদল পুলিশ মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলো। সোমবার ভোররাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় মেঘনা নদীর পাড়ে লাশ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৌপুলিশের এসআই শাহজাদা বলেন, নদীর পাড়ে পাওয়া যুবকের বয়স ৩৩-৩৫বছর হতে পারে। তার গলাকাটা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রোববার দিবাগত রাতের কোনো একসময় যুবককে হত্যার পরে দুর্বৃত্তরা নদীর পাড়ে ফেলে দিয়ে থাকতে পারে কিংবা নদীর পাড়ে তাকে হত্যা করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্তে বিভিন্ন থানা ও এলাকায় ছবি পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।

