ঢাকাMonday , 5 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ধানের বাম্পার ফলন: কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক।

দেশ চ্যানেল
January 5, 2026 12:36 pm
Link Copied!

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি

বরিশাল জেলা, যা একসময় বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত ছিল, সেখানে এই বছর ধানের অভূতপূর্ব ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ দেখে কৃষকরা শুরুতে আশার আলো দেখলেও, বর্তমান বাজার পরিস্থিতি তাদের হতাশায় নিমজ্জিত করেছে।

ফলন বনাম বাজারদর: একটি অসম তুলনা,,গত ২০২৪ সালে ধানের ফলন তুলনামূলক কম ছিল, কিন্তু কৃষকরা ধানের উপযুক্ত দাম পেয়েছিলেন। অথচ ২০২৫ সালে এসে চিত্রটি সম্পূর্ণ উল্টো। এই বছর ধানের ফলন “অতি বেশি” বা বাম্পার হওয়া সত্ত্বেও বাজারে ধানের দাম একদমই কম। কৃষকরা বলছেন, “অতিরিক্ত ধান ফলিয়েও যদি সংসার না চলে, তবে এই পরিশ্রমের মূল্য কোথায়?”

কৃষকের স্বপ্ন ও জীবনযাত্রার টানাপোড়েন,, একজন কৃষকের কাছে ধান কেবল একটি ফসল নয়, এটি তাদের পুরো বছরের বেঁচে থাকার অবলম্বন। বরিশালের কৃষকরা তাদের মনের কষ্ট ব্যক্ত করে বলেন:

সংসারের খরচ: পরিবারের দৈনন্দিন খাবার ও ভরণপোষণ এই ধান বিক্রির টাকার ওপর নির্ভরশীল।

সন্তানদের শিক্ষা: ছেলে-মেয়েদের স্কুলের বেতন, বই-খাতা এবং উচ্চশিক্ষার স্বপ্ন ধানের ন্যায্য দামের সাথে জড়িয়ে থাকে।

ঋণ পরিশোধ: ধান ফলাতে গিয়ে অনেক কৃষককে চড়া সুদে ঋণ নিতে হয়েছে। এখন কম দামে ধান বিক্রি করে সেই ঋণ পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মধ্যস্বত্বভোগীদের দাপট ও কৃষকের বঞ্চনা,, কৃষকদের সবচেয়ে বড় অভিযোগ হলো বাজার সিন্ডিকেট ও ডিলারদের নিয়ে। হাড়ভাঙা খাটুনি, সার-বিষের চড়া দাম এবং দিনরাত পরিশ্রম করে কৃষক ধান উৎপাদন করে। অথচ যখন বাজারে ধান আসে, তখন বড় বড় ডিলার ও ফড়িয়ারা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেয়।

কৃষকদের কাছ থেকে পানির দরে ধান কিনে নিয়ে তারা গুদামজাত করে এবং কয়েক দিন পরেই তা দ্বিগুণ বা তার চেয়েও বেশি দামে বাজারে বিক্রি করে। কৃষকের শ্রমের ফসল লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, আর মূল উৎপাদনকারী কৃষক আজ নিঃস্ব হতে বসেছে।

আমাদের চাওয়া কৃষকরা দান-খয়রাত চান না, তারা চান তাদের শ্রমের সঠিক মূল্যায়ন। যদি সরকারিভাবে ধান ক্রয়ের অভিযান আরও জোরদার করা হয় এবং সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনা নিশ্চিত করা হয়, তবেই বরিশালের এই কৃষকদের মুখে হাসি ফিরবে। অন্যথায়, আগামীতে তারা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST