মোঃ মশিউর রহমান সুমন।
বরিশালে মাংস বিক্রির দোকানে কুকুর জবাই করার অভিযোগ উঠেছে। নগরীর বটতলা বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটেছে।
তবে জবাইকৃত কুকুর মাংস হিসেবে ব্যবহার করার আগেই স্থানীয়দের হাতে ধরা পড়ায় ভয়ে পালিয়েছেন বায়হান মোল্লা নামের অভিযুক্ত যুবক। তিনি বটতলা এলাকার বাসিন্দা। সে বাজারের মাংস বিক্রেতাদের কর্মচারী হিসেবে কাজ করতেন।
বটতলার আলমগীর হোসেন জানিয়েছেন, রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকালে বটতলা বাজারের মাংস বিক্রির দোকানের পেছনে নিয়ে মাংস কাটার রামদা দিয়ে কুকুরটি জবাইয়ের চেষ্টা চালায় রায়হান।একপর্যায়ে কুকুরটি তার হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালিয়ে যায়।এ সময় কুকুরটির গলা থেকে রক্ত ঝরতে থাকে। বটতলা এলাকার অলিগলি দৌড়ে হালিমা খাতুন স্কুল সংলগ্ন এলাকার গলিতে গিয়ে কুকুরটি পড়ে যায়।
এসময় অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্যরা এসে কুকুরটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু কুকুরটিকে বাচাতে পারেননি তারা।
বরিশাল বটতলা পুলিশ ফাঁড়ির এএসআই সাবু বিন ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রায়হানের বাসায় অভিযান চালানো হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।