আমতলী (বরগুনা),মাসুদ রানা বাশার
গত ২৭ জুলাই বরিশাল থেকে চুরি যাওয়া একটি অটো রিকশা উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলী মাছ বাজারের পাশে বেল্লালের ভাঙ্গারির দোকান থেকে রিকশাটি উদ্ধার করা হয়।
ঘটনার সাথে জড়িত চোর ফারুক (২৫) এবং ভাঙ্গারির দোকানদার বেল্লাল (৩৫)–কে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অটো রিকশার ব্যাটারিও।
পুলিশ জানায়, চোর ফারুক রিকশাটি বরিশাল থেকে চুরি করে আমতলীতে এনে বিক্রির চেষ্টা করছিল। ভাঙ্গারির দোকানদার বেল্লাল knowingly চুরি করা রিকশা ও ব্যাটারি গ্রহণ করে রাখে, যা অপরাধের সহায়তা হিসেবে বিবেচিত।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়রা পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন।