মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীন বাংলাদেশ আওয়ামীলীগের বরিশাল -৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) উপজেলার সংসদীয় আসনে উপজেলার ৭ জন নৌকা প্রত্যাশী নেতারা এই মনোনয়ন পত্র কিনেছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন।
বিশস্থ সুত্রে জানা যায়, ফরম বিক্রির দ্বিতীয় দিন রবিবার (১৯নভেম্বর) সকালে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ এবং সোমবার (২০নভেম্বর) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহে আলম মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খাঁন হিমু, মেজর অবঃ নাসির উদ্দীন খাঁন, তারিক-বিন ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।