মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
আগামী ২৯ শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে বরিশাল -৪ আসন(হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ( ২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল -৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ মেহেন্দিগঞ্জে আগমন করেন। এসময় তার আগমন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিলসহ কারে পাতারহাট বন্দরে প্রবেশ করতে দেখা। এসময় শাম্মী আহম্মেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেন।
এদিকে শাম্মী আহম্মেদের আগমন উপলক্ষে (হিজলা – মেহেন্দিগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীরা মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকা নৌকা শ্লোগান দিয়ে পাতারহাট বন্দর জড়ো হতে দেখা যায়।
এসময় শাম্মী আহম্মেদের সাথে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁনসহ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শাম্মী আহম্মেদ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের সাথে কোন প্রতারনা করিনি। আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ।