মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের পর প্রায় ১ মাস হতে চলেছে। কিন্তু নির্বাচন ঘিরে এখনও উত্তপ্ত বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা। ভোটের পর থেকে একডজনের বেশি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগের অন্তত অর্ধশতাধিক নেতা -কর্মী এবং ১৫ টির বেশি মামলা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)।
বরিশাল -৪ আসন (হিজলা-মেহেন্দীগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য পংকজ দেবনাথ। অভিযোগ উঠেছে পংকজ দেবনাথ পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর অনুসারীরা দুই উপজেলায় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেহেন্দিগঞ্জ থানায় গতকাল সোমবার মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি সভায় বলেছেন নির্বাচনী সহিংসতায় দুই উপজেলায় ১৫ টি মামলা হয়েছে। এত মামলা ও সহিংসতা এর আগে বরিশালে হয়নি।
গত রোববার রাতে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের মান্দাবাজারে আওয়ামী লীগের কর্মী মিরাজ সরদার ও ইউসুফ মিয়াকে কুপিয়ে জখম করা হয়। হামলায় আহত হন আরও পাঁচজন। এ ছাড়াও ইউপি সদস্য ফারুক মাঝির দোকান ভাংচুর করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, হামলাকারীরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফকরুল বেপারী, জসিম সিকদার, কাশেম হাওলাদার ও চান শরিফ এমপি পক্কজ দেবনাথের অনুসারী। এ ঘটনায় মোজাম্মেল বেপারি, হোসেন মাঝি, হানিফ হাওলাদার, রুবেল মাঝি নামের চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।
এর আগে গত সপ্তাহে হিজলা গৌরবদী ইউনিয়নের খালিশপুর, ওরাকুল, গঙ্গাচরনে পুরানো তিনটি মাছঘাটের পাশে নতুন ঘাট স্থাপন করেন হিজলা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও ফকরুল বেপারি। এ ছাড়াও ধুলখোলা ইউনিয়নের মাই ট্রালা এলাকায় হামলা চালিয়ে একটি মাছঘাট বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনায় আহত হন অন্তত পাঁচজন।
হিজলা গৌরবদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারি বলেন, জাতীয় নির্বাচনের পর ১১ জানুয়ারি থেকে নৌকার কর্মীদের ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে এমপি পক্কজ দেবনাথের লোকজন।
গত শনিবার হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে হামলায় চারজন আহত হন। হামলাকারীরা সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বরের অনুসারী। আর ইকবাল এমপি পক্কজের অনুসারী।
২৫ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌরসভার চরগোগলা এলাকায় পংকজ দেবনাথের অনুসারীদের নেতৃত্বে একই ওয়ার্ডের নৌকার কর্মী সৌরভ দাসকে পেটানোর অভিযোগ রয়েছে। এ ছাড়াও চরলতার নৌকার কর্মী ইব্রাহিমকে মারধর করা হয়। চানপুর ইউনিয়নে এক ব্যক্তির মাথা ফাটানো ও অপর একজনের পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ আছে এমপি পক্কজ অনুসারীদের বিরুদ্ধে।
জানতে চাইলে সংসদ সদস্য পংকজ দেবনাথ সাংবাদিকদের বলেন, হিজলায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন ২৪ টি মাছঘাট স্থাপন করে জাটকা নিধন করে মৎস্যসম্পদ ধ্বংস করছেন। এসব কাজে বাধা দিলে সেই বিষয়টিকে রাজনৈতিক রং লাগিয়ে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চালান। এ পর্যন্ত যা ঘটেছে সব চেয়ারম্যান মিলনের সাজানো নাটক।