মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে খাগড়াছড়ি শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু প্রমুখ ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে সম্প্রীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা ভিন্ন পথে হাঁটছেন তাদের এখনো সময় আছে একত্রে সম্প্রীতির বিএনপি গড়ে তোলার। তারা দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা, উপজেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে ব্যানার, পেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিলে পুরো শহর স্লোগানে মুখরিত হয়ে ওঠে।