বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
পুরাতন বছরের জরাজীর্ণতা পিছু ফেলে বাঙালির চিরচরিতর নিয়ম অনুযায়ী বঙ্গাব্দের নতুন বছরের শুভ সূচনা কে বরণ করতে পহেলা বৈশাখ-১৪৩২ এর নববারতা জানাতে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহিদ হাদিস পার্কে এসে শেষ হবে। সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখে সুবিধাজনক সময়ে জেলা কারাগার, হাসপাতাল ও সরকারি শিশু পরিবার, এতিমখানাসমূহে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া জেল কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনীর, কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক প্রদর্শনীর আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করবে। পহেলা বৈশাখে শহিদ হাদিস পার্কে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের খুলনা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে উপজেলাসমূহ অনুরূপ কর্মসূচি পালন করবে তাছাড়া শহরের যে সকল জায়গায় পহেলা বৈশাখ উপলক্ষে মেলা ও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সে সকল জায়গায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখার বন্দোবস্ত করেছে জেলা প্রশাসন।