মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতে লেখাপড়া জন্য একটা শিক্ষিত জাতি যথেষ্ট।
আজ ৩০শে ডিসেম্বর সোমবার সকাল ১০ টা সময় যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখেলা ইউনিয়নে বল্লা বি এন কে মাধ্যমিক বিদ্যালয় ও বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয়। বি এন কে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সঞ্জয় ঘোষাল সহকারী শিক্ষা অফিসার ঝিকরগাছা উপজেলা, প্রধান আলোচক মোঃ আবু আজগর, প্রধান শিক্ষক বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়,তার বক্তব্য বলেন শিক্ষা জাতির মেরুদন্ড, প্রতিটি মা-বাবার নিজের দায়িত্ব থেকে ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে নজর দিতে হবে, পাশাপাশি তাদের লেখাপড়ার প্রতি গাইডলাইন দিতে হবে এবং বিশেষ করে ছেলেদের প্রতি নজর রাখতে হবে তারা যেন নেশাগ্রস্ত না হয়, তিনি আরো বলেন প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে ছাত্র ছাত্রীর প্রতি নজর দিতে হবে। এবং ছাত্র ছাত্রীর হাতে মোবাইল ফোন না দেয়ার জন্য বিশেষভাবে বলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত কুরবান আলী,অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিমল কুমার ঘোষ সহকারী শিক্ষক, নিগার সুলতানা বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, মোঃ ডালিম হোসেন সহকারী শিক্ষক, মোঃ সাদেক আলী, ৮নং নির্বাসখেলা ইউনিয়নে বল্লা সাদিপুর ওয়ার্ড সভাপতি বিএনপি,মোঃ নুর ইসলাম, সাবেক ছাত্রনেতা উপজেলা কমিটি, ডাঃ আবু তালেব, মোঃ এনামুল হোসেন,মোঃ আব্দুল সালাম, মোঃ মোস্তাফিজুর রহমান মনি , মোঃ রুহুল আমিন,ডাঃ রাজু আহমেদ,মোঃ জিয়া
উক্ত অনুষ্ঠানে দুই বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের মাঝে বছরের শতভাগ উপস্থিতিদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মকবুল হোসেন, প্রধান শিক্ষক বিএনকে মাধ্যমিক বিদ্যালয়,
অনুষ্ঠান সঞ্চালনা করেন কে এম নুরুল ইসলাম, সিনিয়র বিজ্ঞান শিক্ষক বল্লা বি এন কে মাধ্যমিক বিদ্যালয়।