আবদুর রহিম- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয় স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত ‘বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় বসুরহাট পৌরসভা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির বার্ষিক বাজেট পেশ করেন অত্র সমিতির সাবেক পরিচালক করিমুল হক সাথী।
সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন-বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সমিতির সদস্য মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, চাপরাশিরহাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার, বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এস.এম কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, বসুরহাট ব্যবসায়ী সমিতির সাবেক পরিচালক ও দলিল লিখক জাকের হোসেন আমিন এবং বসুরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য জামাল উদ্দিন টিপু।
সভাপতির বক্তব্যে আবদুল মতিন লিটন আগামী ২৫ অক্টোবর সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের ঘোষণা দেন।
সাধারণ সভা শেষে সমিতির নিয়ম অনুযায়ী ১০০ জন সদস্যকে ট্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কৃত করা হয়।