মো: খাইরুল ইসলাম নওগাঁ সাপাহার প্রতিনিধি
নওগাঁ উৎসব মুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ) নওগাঁ জেলা শাখার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় এর মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সভাপতি জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নান্নু৷ বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মামুনুর রহমান রিপন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আজম টুটুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ( BMUJ) নওগাঁ জেলার সফল সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম৷ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন৷ অনুষ্ঠানে নওগাঁ জেলার ১১ টি থানার মফস্বল সাংবাদিক এর সদস্য সাংবাদিকগণ অংশ নেন৷ বক্তারা বলেন গণমাধ্যম সমাজের দর্পণ আর মফস্বল সাংবাদিকরা সেই দর্পণের সবচেয়ে সক্রিয় ও নির্ভরযোগ্য অংশ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে তারা দেশের উন্নয়ন সামাজিক দায়বদ্ধতা ও গণমানুষের কথা তুলে ধরেছেন বক্তারা আরো বলেন সাংবাদিকদের নিরাপত্তা পেশাগত মর্যাদা রক্ষা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।
আলোচনায় গণমাধ্যমের নৈতিকতা দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় হয়৷ অতিথিরা সংগঠনের সফল পাঁচ বছর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আর ও শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখার আহ্বান জানান৷ অনুষ্ঠানটি কেক কাটা এবং সকল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বিনিময় এর মধ্য দিয়ে সমাপ্ত হয়।

