মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন বাংলাদেশের মানুষ তারেক রহমানকে আগামীদিনের প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চায়। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই মেনে নেওয়া হবেনা। যারা দীর্ঘ ১৬ বছরের দুর্দিনে রাজপথে ছিলেন, তারাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তারাই তারেক রহমানের কর্মী। তিনি আরো বলেন, যারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করবেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমরা এমন কোন কাজ করবোনা যাতে দলের বদনাম হয়। বিএনপি জনগনের দল। আমরা জনগনের পাশে ছিলাম আজন্ম থাকবো ইনশাআল্লাহ।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপি কতৃক আয়োজিত আনন্দ র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহানদার আলী জাহান এর সঞ্চালনায় ১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় মাদারীপুর লেকের পাড় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারি, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্স, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি আঃ ওহাব মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর , জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদারসহ কালকিনি পৌরসভা, ডাসার উপজেলা ও শিবচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ১৫ সহস্রাধিক লোক নিয়ে আনন্দ র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুরের ইটের পুল গিয়ে শেষ হয়।