ঢাকাTuesday , 28 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সিরাজগঞ্জের নারী উদ্যোক্তা নীলা

দেশ চ্যানেল
November 28, 2023 11:02 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

বাংলাদেশের সিনেমা হল মালিকদের সংগঠন “বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি”র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের মেয়ে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাবের স্বত্বাধিকারী সামিনা ইসলাম নীলা।
সোমবার (২৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটি ঘোষণা ও মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্রের সুদিন ফিরে এসেছে এবং চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। সিনেমা হলের সংখ্যা ৬০ থেকে এখন সিনেপ্লেক্সসহ ২শ’তে দাঁড়িয়েছে। আরও অনেকগুলো সিনেমা হল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে এবং অনেকেই সিনেপ্লেক্স করার জন্য উদ্যোগ নিচ্ছে, চিন্তাভাবনা করছে, পরিকল্পনা করছে। চলচ্চিত্র হল মালিকরা এ বিষয়ে আরও এগিয়ে আসবেন বলে মনে করছি।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, নব নির্বাচিত সহসভাপতি আমীর হামজা, সহ সম্পাদক ফারুক আহম্মদ ও সামিনা ইসলাম নীলা, আইন সম্পাদক আব্দুল মতিন প্রধান এবং সদস্যদের মধ্যে মো. ঈশা খান, মো. বিল্লাল হোসেন, মো. চাঁন মিয়া, মীর্জা আব্দুল খালেক, ডা. আতিকুর রহমান প্রমুখ সভায় যোগ দেন।
এ বিষয়ে নীলা জানান, বাংলাদেশের একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তিনি গর্বিত। সেই সাথে তিনি বলেন, তার প্রতিষ্ঠান সিরাজগঞ্জের একমাত্র সিনেমা হল ‘রুটস সিনেক্লাব’ এর মাধ্যমে সিরাজগঞ্জের বিনোদন প্রেমী মানুষের মাঝে সুষ্ঠ বিনোদন পৌছে দেয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তার এই নতুন দায়িত্ব গ্রহণে সকলের ভালবাসায় কৃতজ্ঞতা জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST