নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগড়া উপজেলা শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(১২ জানুয়ারি) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কম্বল বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষ প্রতিনিধি মুক্ত রহমান। সংগঠনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ের কোষাধ্যক্ষ ও নড়াইল জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, সিনিয়র শিক্ষক মুরাদ উদ দৌলা, সরদার আব্দুল হাই, ইউপি সদস্য মোঃ জিরু গাজী, সংগঠনের উপদেষ্টা বিল্লাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের লোহাগড়া শাখার সাধারণ সম্পাদক আল ইমরান শেখ। সংগঠনের পক্ষ থেকে প্রায় এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।