মোঃহাফিজুর রহমান বাউফল প্রতিনিধ।
পটুয়াখালীর বাউফলে (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন ও আ.লীগসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম গণহত্যা ও নির্যাতন কারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় বাউফল উপজেলা পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে বাউফল কলেজ রোড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মূনিমুল ইসলাম মিরাজ, যুগ্ম আহ্বায়ক মনন,যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক, আপেল মাহমুদ ফিরোজ, সদস্য সচিব, মো.রিয়াজুল ইসলাম রিয়াজ,ও বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতা কর্মী।
এসময় বক্তরা, পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া গুম খুন মানবাধিকার লংঘনসহ বিভিন্ন অত্যাচার দূর্নীতির কথা তুলে ধরেন এবং আগামীর বাংলাদেশকে সুশৃঙ্খল ও দূর্নীতি মুক্ত রাষ্ট্র বির্নিমানের প্রত্যাশা করেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো, মিজানুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল দলের আন্দোলনের পর গত (৫ আগস্ট) ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও দেশকে এবং দেশের মানুষকে দেশের অর্থনিতিকে ধুলিস্যাৎ করে দিয়েছে। মিজানুর রহমান আরও বলেন, ১৯৭১ সালে অসংখ্য মা বোনের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েও স্বৈরাচারী হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করতে আমার ভাইদের জীবনের বিনিময় যুদ্ধ করে দ্বিতীয় বার স্বাধীনতা অর্জন করতে হয়েছে।
আমরা চাই এদেশে হাসিনার মতো আর কোনো স্বৈরাশাসক না আসুক আমরা চাই এদেশে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। আমরা চাই এদেশের মানুষ তার মৌলিক অধিকার নিয়ে সুন্দর ভাবে বেচে থাকুক।