বাউফল প্রতিনিধি:মো: হাফিজুর রহমান
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন যুবদলের কমিটিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয় যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী স্বপন সরদার (৪২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি ) রাত ৮টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত স্বপন অভিযোগ করে বলেন, অতিসম্প্রতি উপজেলা ও ইউনিয়ন বিএনপির কামিটি পূর্নগঠনে কাজ করে চলছে বিএনপি। এরই ধারাবাহিকতায় উপজেলার নওমালা ইউনিয়নে যুবদলের সদস্য সচিব পদে স্বপন সরদার একজন সম্ভব্য প্রার্থী। একই পদের জন্য আল আমিন মৃধা ওরফে মধু আল আমিনও (৩৫) একজন প্রতিদ্ব›দ্বী প্রার্থী। মধু আল আমিন এর আগে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতার সাথে তার ছবি, ব্যানার ফেস্টুনের চিত্র জেলা কমিটির কাছে পেশ করেন স্বপন। এতে ক্ষিপ্ত হন আল আমিন। ঘটনার দিন দুপুরে স্বপন পটুয়াখালী জেলা যুবদলের সাথে সাক্ষাৎ শেষে ইউনিয়নের নগরের হাট দলীয় কার্যালয়ে আসেন। স্বপন দলীয় কার্যালয়ের সামনে ফোনে কথা বলছিলেন। এসময় আল আমিন মৃধা ও একই বাড়ির সাইফুল মৃধা স্বপনের উপর হামলা চালায়। স্বপনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সংবাদ লেখা পর্যন্ত এব্যাপারে মামলার চেষ্টা চলছে।
আল আমিন বাউফল থানায় ২৪টি মামলার এজাহার ভুক্ত আসামী।
অভিযুক্ত আল আমিন মৃধা বলেন, আমি বর্তমান ইউনিয়ন বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক। স্বপনের সাথে আমার জমি নিয়ে বিরোধ থাকার কারণে আমাকে ফাঁসাতে আমার নাম বলেছে। সাইফুল মৃধা সদস্য সচিব প্রার্থী। মূল বিরোধ স্বপনের সাথে সাইফুলের বিরোধ। মারামারি ঘটনা শুনে আমি দৌড়ে গিয়ে দেখি মারামারি শেষ।
এব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালা হোসেন বলেন, খবর পেয়ে ঘটানা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।